সর্বশেষ

Wednesday, November 15, 2017

চান্দিনার ছেলেমেয়েদের শর্টফিল্ম ‘গ্যাংস্টার-২০১৭’ (ভিডিওসহ)

সাদেক হোসেন: কুমিল্লার চান্দিনার ছেলেমেয়েদের সহযোগিতা নিয়ে এবার শর্টফিল্ম তৈরি করেছে চান্দিনার ছেলে রাশেদ পারভেজ রনি।
রনি বর্তমানে রাজধানীর ‘ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ বিশ্ববিদ্যালয়ে বি.এস.সি ইন সিভিল বিষয়ে পড়াশোনা করছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও  ফিল্ম পরিচালনায় ক্যারিয়ার গড়তে চায় সে। ইতিমধ্যে পরিচালনার পাশাপশি এডিটিংয়েও বেশ সুনাম অর্জন করেছে রনি।
অপরাধ জগতে নিজেদের আধিপত্য আর ব্যবসার পার্টনারশীপে বনাবনি না হওয়াকে কেন্দ্র করে দলের অন্যান্য সদস্যদের সাথে কোন্দ্ল আর বড় ভাই সারোয়ার নাঈম এর সাথে দূরুত্ব তৈরি করে বাবু। এর রেশ ধরে বড় ভাইয়ের নির্দেশে বাবুর ভালবাসার মানুষ নিশিকে দুনিয়া থেকে সরিয়ে দেয় রাব্বি। যিনি কিনা সারোয়ার ভাইয়ের বিশ্বস্ত। এভাবেই চলতে থাকে ‘গ্যাংস্টার-২০১৭’ শর্টফিল্মটির কাহিনী।

উল্লেখ্য, শর্টফিল্মটিতে বড় ভাইয়ের ভূমিকায় দেখা যায় কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের প্রতিষ্ঠাতা খন্দকার সারোয়ার নাঈমকে।

No comments:

Post a Comment

Adbox