সর্বশেষ

Tuesday, October 10, 2017

আগামী ৬ মাসে চান্দিনা হবে উন্নয়নের রোল মডেল ----আলী আশরাফ এমপি

অধ্যাপক মো. আলী আশরাফ এমপি

‘আগামী ৬ মাসে চান্দিনা হবে্ উন্নয়নের রোল মডেল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের  সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত  উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের সময়কালে চান্দিনায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হয়েছে উল্লেখ করে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়ন থেকে পিছিয়ে নেই চান্দিনা উপজেলাও।

প্রবীণ ওই সাংসদ আরও বলেন, চান্দিনা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিরাও সক্রিয় ভূমিকা পালন করে আসছে। প্রতি মাসেই অপরাধ কর্মকান্ড হ্রাস পাচ্ছে। আগামী দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক প্রমুখ।সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান তালুকদার, উপজেলা কৃষি অফিসার এহেতা-সাম রাসুলে হায়দার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর রশিদ, জসিম উদ্দিন, অহিদ উল্লাহ, আবু মুছা মজুমদার, সাইফুল ইসলাম শিপন, একেএম মামুনুর রশিদ, মেহেদী হাসান তালুকদার, ঈমাম হোসেন সরকার, খোরশেদ আলম, আবুল হাসেমসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

 সকাল ১১টায় জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ওই উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা এবং সব শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

2 comments:

  1. স্যার,
    গত ৫০ বছরে রাজনীতি করেও শেষ হলো না, আরো ৬ মাস চাচ্ছেন?

    ReplyDelete
  2. স্যার,
    গত ৫০ বছরে রাজনীতি করেও শেষ হলো না, আরো ৬ মাস চাচ্ছেন?

    ReplyDelete

Adbox