সর্বশেষ

Wednesday, October 11, 2017

চান্দিনায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

স্টাফ রিপোর্টার:

চান্দিনা উপজেলা শিক্ষা অফিসের আয়জনে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে কমর্রত প্রধান শিক্ষকবৃন্দের মাসিক সমন্বয় সভা বুধবার (১১ অক্টোবর) উপজেলার পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয়।


এতে উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়ার সভাপতিত্ব প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি। প্রধান অতিথি বলেন- ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শতভাগ শিক্ষিত জন সম্পদ তৈরীর মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা আওমীলীগ সভাপতি অধ্যক্ষ মো. আইউব আলী, চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম। তুলাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর মো. মোস্তফা কামাল, সহকারী উপজেলার শিক্ষার অফিসার মো. আবদুল ওয়াহাব, আবদুল কুদ্দুস প্রধান, মো. নিজাম উদ্দিন, মো. নূর নবী, শাহ্ সাইফুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা কমল বক্সী, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জামান, পানিপাড়া সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন ভূইয়া, মাধাইয়া সরকারি প্রাথমিক বিদালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, হারং সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক আফরুজা বেগম প্রমুখ।

No comments:

Post a Comment

Adbox