সর্বশেষ

Tuesday, October 17, 2017

চান্দিনায় বিশ্ব খাদ্য দিবস পালিত ও ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্ভোধন


সাদেক হোসেন:
চান্দিনায় বিশ্ব খাদ্য দিবস পালন ও মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্ভোধন করা হয়েছে।
সোমবার (১৬অক্টোবর) সকালে চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপেজলা চত্বরে্এসে মিলিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকে ‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ স্লোগানে চান্দিনায় মাস ব্যাপী ইঁদুর নিধন অভিযান ২০১৭ উদ্বোধন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ওইদিন সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.তুষার আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন  চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এহতেসাম রাসুলে হায়দার
অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.দেলোয়ার হোসেন, উপজেলা .এস. মো.ইকবাল হোসেন প্রমুখ
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা ওস.ও বদিউজ্জামান রিপন।


No comments:

Post a Comment

Adbox